বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোতুর্জার রংপুর রাইডার্সকে ১৫৫ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ড্যারেন সামির রাজশাহী কিংস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে রাজশাহী।
বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের দলপতি মাশরাফী। রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন মুমিনুল হক ও লুক রাইট। তবে দ্বিতীয় ওভারেই মুমিনুলকে হারায় রাজশাহী কিংস। সোহাগ গাজীর ওভারে বারবার উঠিয়ে খেলছিলেন এই ব্যাটসম্যান। ওভারের চতুর্থ বলটিও ব্যাটে লেগে উপরে উঠে গেলে স্কোয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার রুবেল হোসেন ক্যাচ ধরেন। ফলে ৯ রান করেই সাজঘরে ফেরেন মুমিনুল।
এরপর উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন রনি তালুকদার। লুক রাইটের সাথে জুটি গড়েন রনি। রংপুরের বোলারদের শক্ত হাতে শাসন করতে থাকেন রনি তালুকদার। এমন কি এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা লাসিথ মালিঙ্গার ওভারেও ছিলেন তিনি মারমুখী।
তবে রনি-রাইটের জুটি বেশিদূর এগুতে পারেনি। ইনিংসের নবম ওভারের প্রথম বলেই লুক রাইট ক্যাচ তুলে দেন থিসারা পেরেরার হাতে। নাজমুল ইসলাম অপুর বলটি লং অফ দিয়ে ছয় মারতে চান লুক রাইট। কিন্তু বলটি সীমানা পাড় হবার আগেই দুইবারের চেষ্টায় ধরে ফেলেন পেরারা। এরপর ১১ রান করে নাজুমলের দ্বিতীয় শিকার হন মুশফিকুর রহীম।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রনি। মাত্র ৩ রানের জন্য তুলে নিতে পারেননি অর্ধশতক। রংপুরের পক্ষে নাজমুল ইসলাম ও মালিঙ্গা নেন ২ করে উইকেট। এছাড়াও অধিনায়ক মাশরাফী ও সোহাগ গাজী নেন একটি করে উইকেট।
রংপুরের একাদশ : শাহরিয়ার নাফিস আহমেদ, অ্যাডাম লিথ, জনসন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা, মিঠুন আলী, মাশরাফী বিন মোতুর্জা, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাজমুল হোসেন ও মালিঙ্গা।
রাজশাহীর একাদশ : লুক রাইট, মুমিনুল হক, মুশফিকুর রহীম, রনি তালুকদার, সামিট প্যাটেল, ড্যারেন স্যামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, নিহাদ-উজ-জামান ও কেসরিক উইলিয়ামস।
গো নিউজ২৪/এসএম
আপনার মতামত লিখুন :